রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের আয়োজনে এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

মন্দির প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, থানা প্রতিনিধি এসআই দিপন কুমার মন্ডল, মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, সহ-সভাপতি নিরুপম চৌধুরী, সাধারন সম্পাদক পিযুষ কুমার কর, যুগ্ন-সাধারন সম্পাদক সোনাতন কুন্ডু, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ রাজবাড়ী জেলা শাখার যুগ্ন-সাধারন সম্পাদক উত্তম গোস্বামী।

অন্যান্যদের মধ্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার দে, সাধারন সম্পাদক বিপ্লব কুমার ভৌমিকসহ ভক্তবৃন্দরা শোভা যাত্রায় উপস্থিত ছিলেন।
শোভা যাত্রা শেষে মন্দিরে ভক্তিমূলক সংঙ্গীত ও শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।