রাজবাড়ী জেলার বালিয়াকান্দির বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।

শনিবার বিকালে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বিকাল ৫ টায় প্রথমে বহরপুর ডিগ্রি কলেজ মাঠে মাটি ভরাট কাজ পরিদর্শন করেন। পরে তিনি ইসলামপুর ইউনিয়নের এলজিএসপি -৩ প্রকল্পে খালকুলা মান্নানের বাড়ী হইতে দিঘীর পাড় পর্যন্ত ৯লক্ষ ২৪ হাজার টাকা ব্যায়ে এইচ বিবি রাস্তা পরিদর্শন করে। এরপর তিনি নবাবপুর ইউনিয়নের দিলালপুর আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করে। পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক দিলসাদ বেগম আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শোনে তা সমাধানের আশ^াস দেন।

জেলা প্রশাসক দিলসাদ বেগম আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন আমার থেকেও আপনাদের বেশী কাছের উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন চেয়ারম্যান। তাদের সাথে আপনারা সব সময় যোগাযোগ রাখবেন। আপনাদের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড তারাই পরিচালনা করবেন।

পরিদর্শনের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) শাহ্ মোঃ সজিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খান , নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।