বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঢাকা নগর শাখার সাবেক সমন্বয়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি কমরেড গোলাম মাহমুদ এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ।

৬৯ এর গণঅভ্যুত্থান, ’৭১ এর মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, সামরিক শাসন বিরোধী গণতন্ত্রের সংগ্রামসহ সমস্ত আন্দোলনে সম্মুখ সারির নেতা ছিলেন কমরেড গোলাম মাহমুদ।

কমরেড গোলাম মাহমুদ ২০১৫ সালের ২ জানুয়ারী রাজধানীর গুলশানে তার বড় বোনের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। কমরেড গোলাম মাহমুদ ১৯৫১ সালে ঢাকায় সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।

কমরেড গোলাম মাহমুদের আজীবন লালিত স্বপ্ন ছিল শোষণমুক্ত সমাজ।  সমাজ পরিবর্তনের এই দীর্ঘ লড়াইয়ে তিনি যেমন অংশ নিয়েছেন তেমনি পরবর্তী প্রজন্মকে আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন।
তার সমগ্রজীবন নিবেদিত ছিল শোষণ মুক্তির স্বপ্ন বাস্তবায়নের সংগ্রামে।

কমরেড গোলাম মাহমু তার সমগ্রজীবন নিবেদিত ছিল শোষণ মুক্তির স্বপ্ন বাস্তবায়নের সংগ্রামে। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন শোষণ মুক্ত সমাজ বিনির্মাণের প্রতিটি সংগ্রামে প্রতিটি আন্দোলনে। কমরেড গোলাম মাহমুদ লাল সালাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।