নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যেই দেশে চালু হচ্ছে ট্রেন। তবে ভাইরাসের এই দুর্যোগে ট্রেনে অর্ধেক যাত্রী নেওয়া হবে বলে জানা গেছে। এখন প্রশ্ন উঠেছে, বাসের মত ট্রেনেও কি তাহলে ভাড়া বাড়বে?

এবার ট্রেনের ভাড়া বাড়ানো নিয়ে সরাসরি কথা বলেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন নিজেই। তিনি জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে রেলওয়ে ভাড়া বৃদ্ধি হবে না।

আজ শনিবার (৩০ মে ২০২০) রেলভব‌নের স‌ম্মেলন কক্ষে ক‌রোনা পরবর্তী ট্রেন চলা‌চলের বিষ‌য়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

  • রেলমন্ত্রী বলেন, অন্যান্য গণপরিবহন অর্ধেক যাত্রী নেবে তাই ভাড়া বাড়াচ্ছে। তবে আমরা রেলের ভাড়া বাড়াচ্ছি না। রেলে একটু বেশি ভিড় হবে। তাই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা পুরো টিকেট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি।

করোনাভাইরাস মহামারির কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কাল (৩১ মে) থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এছাড়া কাল থেকে বিভিন্ন ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাবে। একই সঙ্গে বিভিন্ন স্টেশন থেকে ঢাকায় আসবে। এসব ট্রেনে অর্ধেক টিকিট বিক্রি করা হবে।

আমাদের বাণী ডট কম/৩০  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।