বিএড স্কেল পাচ্ছেন এসএসসি ভোকেশনালের আরও ৮ জন শিক্ষক। প্রাথমিক যাচাইয়ে সনদ সঠিক থাকায় এসব শিক্ষকের বিএড স্কেলের আবেদন এমপিও অনুমোদন কমিটিতে উত্থাপনের সুপারিশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। একই সাথে এইচএসসি বিএম কলেজের ১১ জন প্রভাষককে সহকারী অধ্যাপক স্কেলের আবেদন এমপিও অনুমোদন কমিটিতে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য জানায়।

জানা গেছে, এমপিও আবেদন বাছাই কমিটির সিদ্ধান্তের আলোকে এসব ৮ শিক্ষকের বিএড সনদের বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যয়ন পাওয়ার পর আবেদনগুলো অনুমোদন কমিটির সভায় উত্থাপন করা হবে। এছাড়া চাকরির ধারাবাহিকতা সন্তোষজনক হওয়ায় ও কাম্য অভিজ্ঞতা থাকায় ১১ জন প্রভাষকের সহকারী অধ্যাপক স্কেল প্রাপ্তির আবেদন এমপিও অনুমোদন কমিটিতে উত্থাপনের সুপারিশ করা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, গত বছরের জুলাইয়ে জারি করা এমপিও নীতিমালার আলোকে গত ২ অক্টোবর এসব শিক্ষকের আবেদন এমপিও অনুমোদন কমিটির সভায় উত্থাপনের সুপারিশ করা হয়। এমপিও আবেদন বাছাই কমিটির ৭ম সভার সিদ্ধান্ত অনুসারে এসব শিক্ষকের নাম সুপারিশ করা হয়েছে।

বিএড স্কেলের সুপারিশপ্রাপ্তদের তালিকা দেখুন:

সহকারী অধ্যাপক স্কেলের সুপারিশপ্রাপ্তদের তালিকা দেখুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।