নিজস্ব সংবাদদাতা, ঢাকা; এসএসসি ভোকেশনালের ৯০ জন শিক্ষক পাচ্ছেন বিএড স্কেল। প্রাথমিক পর্যায়ে যাচাইয়ে সনদ সঠিক থাকায় এসব শিক্ষকের বিএড স্কেলের আবেদন এমপিও অনুমোদন কমিটিতে উত্থাপনের সুপারিশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। আজ বুধবার (১৯ জানুয়ারি ২০২০) কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য জানায়।

কারিগরি অধিদপ্তর সূত্র জানায়, এমপিও আবেদন বাছাই কমিটির সিদ্ধান্তের আলোকে এ ৯০ শিক্ষকের বিএড সনদের বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যয়ন পাওয়ার পর আবেদন গুলো অনুমোদন কমিটির সভায় উত্থাপন করা হবে।

সূত্র আরও জানায়, গত বছরের জুলাইয়ে জারি করা এমপিও নীতিমালার আলোকে গত ১২ ফেব্রুয়ারি এসব শিক্ষকের আবেদন এমপিও অনুমোদন কমিটির সভায় উত্থাপনের সুপারিশ করা হয়। এমপিও আবেদন বাছাই কমিটির ৯ম সভার সিদ্ধান্ত অনুসারে এসব শিক্ষকের নাম সুপারিশ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।