মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় বিজিবির গুলিতে হতাহতের ঘটনায় সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন প্রতিবাদ ও স্বরণ সভা পালিত হয়েছে।

বুধবার সকালে এলাকাবাসির উদ্যোগে হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে মানববন্ধন কর্মসুচি প্রতিবাদ ও স্বরণ সভা পালন করে তারা।

প্রতিবাদ ও স্বরণ সভা চলাকালে স্থানীয়রা বলেন, লোক দেখানো তদন্ত কমিটি করায় এ ঘটনার এখনো সুরাহা হয়নি। ঘটনার এক বছরেও নিহত ও আহতের পরিবারেরা তেমন কোন সহযোগীতা পায়নি। আদালতের আশ্রয় নিয়েও ফিরে আসতে হয়েছে। অন্যদিকে বিজিবির করা মামলা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। তাই মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে দোষি ব্যাক্তিদের বিচার ও অসহায় মানুষগুলোর পাশে দাড়ানোর অনুরোধ জানান তারা।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে ২০১৯ সালে ১২ ফেব্রুয়ারি বিজিবি ও গ্রামবাসির মধ্যে সংঘর্ষের ঘটনায় বিজিবির গুলিতে নিহত হয় নবাব,সাদেক, জয়নুল নামে তিনজন। আহত হয় ১৮ জন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।