শিক্ষা মন্ত্রণালয়ের অনুমদোন ছাড়া কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা যাবে না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি না নিয়ে পাঠদানের অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদনের প্রেক্ষিতে এমন আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে উপসচিব আনোয়ারুল হক সাক্ষরিক এক বিজ্ঞপ্তীতে এসব তথ্য জানা যায়,

বিজ্ঞপ্তীতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, বেসরকারি  উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের লক্ষে উদ্যোক্তাগণ মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠার অনুমতি না নিয়েই পাঠদান অনুমতির জন্য আবেদন করছেন, ফলে শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা) স্থাপন, চালুকরণ ও স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা অনুযায়ী স্থাপনের অনুমতি ব্যতিরেকে পাঠদানের অনুমতির আবেদন করায় তা নিষ্পত্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে। মন্ত্রণালয় থেকে স্বীকৃতি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন করার বিধান রয়েছে।

বিজ্ঞপ্তীতে আরও বলা হয়, মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠার অনুমতি ছাড়া কেউ পাঠদানের আবেদন করতে পারবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।