মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; জেলায় ব্লিচিং পাউডারে আটা ও চকের গুঁড়া মিশিয়ে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কে এ অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। দণ্ডিত শফিকুল ইসলাম (৪৫) শহরের আশ্রমপাড়ার প্রয়াত আব্দুস সোবহানের ছেলে এবং মামুন হার্ডওয়ারের মালিক।

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদেরকে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে ব্লিচিং পাউডার খুব জরুরি একটি জিনিস; যা জীবাণু ধ্বংস করে।“অধিক মুনাফার আশায় ব্লিচিং পাউডারের সঙ্গে আটা ও চক পাউডার মিশিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল এক অসাধু ব্যবসায়ী।

তিনি জানান, এমন খবর পেয়ে ৮জুন সোমবার দুপুরে শহীদ মোহাম্মদ আলী সড়কে মামুন হার্ডওয়ারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে প্রায় ৪০ কেজি ভেজাল ব্লিচিং পাউডার জব্দ এবং ঐ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলামকে আটক করা হয়।

“ভ্রাম্যমাণ আদালতে শফিকুল ইসলাম তার দোষ স্বীকার করায় তাকে তিন হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সেই সাথে জব্দ ব্লিচিং পাউডার বাজেয়াপ্ত করে তকে সতর্ক করা হয়েছে।”এরপর একই ধরনের অপরাধ করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান ।

আমাদের বাণী ডট কম/০৯ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।