ডেস্ক রিপোর্ট, ঢাকা;  বেড়েই চলেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে ফের ১৪ হাজার ৯৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩১২ জনের। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৫৬ হাজার ১৮৩ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত করোনায় মৃত হয়েছে ১৪ হাজার ৪৭৬।

  • লকডাউন উঠিয়ে নেয়ার প্রথম পর্বে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়েছে আমজনতা। খুলে গিয়েছে সরকারি-বেসরকারি অফিস, কারখানাসহ অনেক প্রতিষ্ঠান। এরই মধ্যে দেশে করোনার সংক্রমণও পাল্লা দিয়ে বেড়ে গিয়েছে।

প্রতিদিন ভারতজুড়ে হাজার হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। মারাও যাচ্ছেন অনেকে। চিকিৎসাধীন করোনা আক্রান্তের তুলনায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেশি। ভারতে করোনায় সুস্থতার হার ৫৬.২%।

  • ভারতে করোনার সবচেয়ে বেশি সংক্রমণ মহারাষ্ট্রে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৩৯ হাজার ১০।

মহারাষ্ট্রে করোনায় মৃত বেড়ে ৬ হাজার ৫৩১। দিল্লিতে করোনার সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে। শেষ ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৪৭ জন, যা কিনা একদিনের হিসেবে এখনও সর্বাধিক। শেষ ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে ৬৮ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৭১১ জন।

  • নতুন করে মৃত্যু ও সংক্রমণের জেরে রাজধানী দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৬০২ জনে। মোট মৃতের সংখ্যা ২ হাজার ৩০১ জন। দিল্লিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৩৯ হাজার ৩১৩ জন। সংক্রমণের নিরিখে দিল্লির ঠিক পরেই রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৪ হাজার ৬০৩ জন দাঁড়িয়েছে। তামিলনাড়ুতে করোনায় মৃত বেড়ে হয়েছে ৮৩৩ জন।

সূত্র: কলকাতা২৪x৭

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।