আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা; সারা ভারত জুড়ে লাফিয়ে বাড়ছে নোভেল করোনার সংক্রমণ। গোটা ভারত জুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ছুঁই ছুঁই। আজ  শনিবার (২০ জুন ২০২০)  সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ৯৫ হাজার ৮১২ জনে পৌঁছেছে। ভারতে করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৯৭০ জন। এখন পর্যন্ত ২ লাখ ১৪ হাজার ২০৬ জন করোনামুক্ত হয়েছেন।

  • ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ২০ হাজার ৫০৪ জনে পৌঁছেছে।

মহারাষ্ট্রে করোনায় মৃত্যু বেড়ে হয়েছে ৫ হাজার ৭৫১ জন। মহারাষ্ট্রের পরেই সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের ওই রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫২ হাজার ৩৩৪ জন। মৃত্যু বেড়ে ৬২৫ জন হয়েছে।

  • দিল্লিতেও লাগামছাড়া সংক্রমণ। করোনার সংক্রমণের নিরিখে ভারতের তৃতীয় স্থানে রাজধানী। শনিবার সকাল পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দিল্লিতে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ হাজার ৯৭৯ জন। দিল্লিতে করোনায় মৃত্যু বেড়ে ১ হাজার ৯৬৯ জনে পৌঁছেছে।

পশ্চিমবঙ্গেও ক্রমেই ছড়াচ্ছে সংক্রমণ। বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুক্রবারের সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন।

  • সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ০৯০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫২৯ জন।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৯    জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৪৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫  হাজার ৫৩৫জনে। গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৩২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৪৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৮২ হাজার ৫৪৮টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪৩ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ পাঁচহাজার ৫৩৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩৮৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৭৮১ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪২ হাজার ৯৪৫ জন।

আমাদের বাণী ডট কম/ ২০ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।