হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা;  জেলার ভেড়ামারা উপজেলায় নিতাই কুন্ডু (৩৫) নামে এক যুবক করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছে। সোমবার বিকেলে তাঁর মৃত্যু হয়। নিহত কুন্ডু উপজেলা শহরের কুন্ডুপাড়া এলাকার মঙ্গল কুন্ডুর ছেলে।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করে কুষ্টিয়ার পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার নূরুল আমিন জানান, নিতাই কুন্ডু অসুস্থ্য অবস্থায় দুপুরে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়ায় ধারনা করছে তার করোনার উপসর্গ ছিল। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে জেলায় নতুন করে আজ আরও ১২  জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা (বহিরাগত বাদে) দাঁড়ালো ২৫৩ জনে। এর মধ্যে মারা গেছেন ১ জন ও মোট সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৮ জন। একই সাথে বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৮৮ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন ৬  জন ও খুলনাতে ৩ জনকে প্রেরণ করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/১৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।