মতলব উত্তর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ১১ জুলাই বিকাল ৩টায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়।
উপজেলা অডিটোরিয়ামে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম. বোরহান উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাষিস ঘোষ।

তিনি পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আপনারাই প্রকৃত সেবক, আপনারা যে সেবাটা দিচ্ছেন, এ সেবার মাধ্যমে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো, জন্মনিয়ন্ত্রণ’সহ একটি সুখী পরিবার গঠন সম্ভব। বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার উদাত্ত্ব আহবান জানান তিনি।

এছাড়া বক্তব্য রাখে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, মেডিক্যাল অফিসার ডা. ইাসির উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা মোহাম্মদ নুর নবী প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।