সফিকুল ইসলাম রানা, মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা; জেলার মতলব উত্তরের ব্যবসায়ী গাজী মুক্তার হোসেন এর উদ্যোগে আজ   কর্মহীন অসহায় ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার দুপুরে ফরাজীকান্দি ইউনিয়নের ইসলামীয়া মার্কেট (নতুন বাজার) খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুরুল আমিন রুহুল।

খাদ্য সামগ্রী বিতরণকালে এমপি নুরুল আমিন রুহুল বলেন, করোনা ভাইরাসের প্রতিরোধের কারণে নি¤œœ আয়ের অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যার যার সমর্থ অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াতে। আমি আশা করবো যারা সমাজে বিত্তবান আছেন, সকলেই সমর্থ অনুযায়ী মানুষকে সহায়তা করবেন। আর করোনা প্রতিরোধে সকলে আরো বেশি সচেতন হবেন। মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষার পাশাপাশি অন্যকেও সুরক্ষিত রাখাতে হবে।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবণ ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, ১টি সাবান।
ফরাজীকান্দি ইউনিয়নের ২টি ও জহিরাবাদ ইউনিয়নের ১টি স্থানে গাজী মুক্তার হোসেন এর অর্থায়নে ২ সহ¯্রাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিকেলে নাওভাঙ্গা জহিরাবাদ ইউনিয়নে যথাক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গাজী মুক্তার হোসেন এর পিতা নুরুল ইসলাম গাজী ও স্থানীয় সংসদ সদস্যর একান্ত সহকারী এ্যাড. লিয়াকত হোসেন সুমন এর উপস্থিতিতে। তারপর ফরাজীকান্দি ইউনিয়নের চরকালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ শেষে আমিরাবাদ বাজারে ত্রাণ সামগ্র বিতরণ করা হয়।

এ সময় মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, ওসি নাছির উদ্দিন মৃধা, ওসি (তদন্ত) শাহজাহান কামাল, শিল্পপতি মাহবুবুর রহমান সেলিম, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন বিএসসি, জেলা যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন গাজী, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মো. শাহ আলম, আ’লীগ নেতা রমিজ উদ্দিন শিশির, কামাল হোসেন গাজী, সাবেক ছাত্রলীগ নেতা আ. রব প্রধান, সেলিম গাজী, জামাল হোসেন গাজী, রশিদ খান, যুবলীগ নেতা আতাউর রহমান সবুজ, স্বপন মল্লিক, সাখাওয়াত হোসেন মল্লিক, স¤্রাট গাজী, ছাত্রলীগ নেতা গাজী নাছিম রানা, কৃষকলীগ নেতা তাইজ উদ্দিন’সহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের বাণী ডট কম/০৬ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।