চাঁদপুরের মতলব উত্তর থানাধীন বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৭টি শাখার ম্যানেজারদের সাথে ঈদ পূর্ববর্তী ও ঈদের ছুুটিকালীন ব্যাংকের নিজস্ব ও গ্রাহকদের নিরাপত্তা এবং সার্বিক আইন শৃংখলার বিষয়ে মতবিনিময় সভা করেছেন অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান।

৩০ মে মতলব উত্তর থানার সার্ভিস ডেলেভারী কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিটি ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাপনা, সিকিউরিটি গার্ডদের অস্ত্র-গুলি, সিসি ক্যামেরা এবং গ্রাহকদের লেনদেন নির্বিঘœ করাসহ নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণে বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করা হয়। এ সময় ব্যাংকের প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরার পর অফিসার ইনচার্জ ঈদের ছুটিকালীন ব্যাংকের নিজস্ব নিরাপত্তা ও গ্রাহকদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

ব্যাংক ম্যানেজারদের মধ্যে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক ছেঙ্গারচর বাজার শাখার ব্যবস্থাপক মো. মফিজ উদ্দিন, জনতা ব্যাংক মোহনপুর শাখার ব্যবস্থাপক আশেষ কুমার রায় প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, কৃষি ব্যাংক ছেঙ্গারচর বাজার শাখার ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, অগ্রণী ব্যাংক ছেঙ্গারচর বাজার শাখার ব্যবস্থাপক মো. রহমত আলী, জনতা ব্যাংক ছেঙ্গারচর বাজার শাখার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, পূবালী ব্যাংক ছেঙ্গারচর বাজার শাখার ব্যবস্থাপক মির্জা শরীফ, কৃষি ব্যাংক গজরা বাজার শাখার ব্যবস্থাপক মো. মামুনুল হক, নাউরী বাজার শাখার ব্যবস্থাপক ভোলা নাথ দে, সোনালী ব্যাংক নবীপুর শাখার ব্যবস্থাপক জুবায়ের উল্লাহ, ফরাজিকান্দি নতুন বাজার শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেন, মেঘনা ব্যাংক ফরাজিকান্দি শাখার ব্যবস্থাপক রশিদুল হক, জনতা ব্যাংক ষাটনল শাখার ব্যবস্থাপক মনির আহম্মেদ, সুজাতপুর বাজার শাখার ব্যবস্থাপক মোফাখার হোসেন, পদ্মা ব্যাংক সুজাতপুর শাখার ব্যবস্থাপক ইমাম হোসেন, অগ্রণী ব্যাংক নন্দলালপুর শাখার ব্যবস্থাপক শফিউল আলম, সুজাতপুর শাখার ব্যবস্থাপক মাহফুজুর রহমান, নিশ্চিন্তপুর শাখার ব্যবস্থাপক মো. কাউছার আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।