নিজস্ব সংবাদদাতা, মাগুরা;  জেলায় করোনাভাইরাস জনিত দুর্যোগে দরিদ্র মানুষের মাঝে সাংস্কৃতিক সংগঠন কণ্ঠবীথি’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনাভাইরাস জনিত দুর্যোগে গত ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি চলছে যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত । তবে দরিদ্র শ্রমজীবী এবং দিন আনে দিন খাওয়া মানুষের জীবনে চরম সংকট নেমে এসেছে । দেশের এই দূর দিনে মাগুরার প্রথম আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি দিন আনে দিন খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে।

আজ শুনিবার (০৪ এপ্রিল ২০২০) জেলা বিভিন্ন উপজেলায় দরিদ্র ৫০ টি পরিবারের মাঝে ৪ কেজি চাল, আধা কেজি ডাল, ২ কেজি আলু, হাফ লিটার তেল বিতরণ করা হয়।  কণ্ঠবীথির সদস্য ও শুভানুধ্যায়ী বিকাশে টাকা পাঠিয়ে সহযোগিতা করছেন।

কণ্ঠবীথির যুগ্ম আহবায়ক খান মাজহারুল হক লিপু বলেন, কণ্ঠবীথি শুধুমাত্র একটি আবৃত্তির সংগঠনই না, কণ্ঠবীথি একটি আন্দোলন। কবিতা মানুষের কথা বলে। দেশের এই সংকট মূহুর্তে কোনোভাবেই আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না।

আমাদের বাণী ডট কম/০৪এপ্রিল ২০২০/সিসিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।