মাগুরা সংবাদদাতা; জেলায়  নতুন আরও ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জন।

আজ শুক্রবার (১৭ জুলাই ২০২০) দুপুরে মাগুরার সিভিল সার্জন ডা. প্রদিপ কুমার সাহা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন আরও ২২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মাগুরা পৌরসভার ১৮, শালিখার দুই ও শ্রীপুর উপজেলার দু’জন রয়েছেন।

মাগুরায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৮৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৯ জন, হাসপাতালে চিকিৎসাধীন ছয়জন, রেফার নয়জন ও হোম আইসোলেশনে আছেন ১১৭ জন এবং মৃত্যুবরণ করেছেন সাতজন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনের সর্বশেষ (১৭ জুলাই ২০২০)  গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫১জনের মৃত্যু হয়েছে।  একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৪ জন। মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ আট হাজার ৭২৫ জন।

আমাদের বাণী ডট কম/১৭  জুলাই ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।