কর্মকাণ্ডে গতি আনতে মাধ্যমিক শিক্ষার জন্য আলাদা অধিদপ্তর গঠনের দাবি জানিয়েছেন সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ( বাসমাশিস) ময়মনসিংহ আঞ্চলিক কমিটি। একইসাথে প্রাপ্য টাইমস্কেল বা সিলেকশন গ্রেড প্রদান, প্রস্তাবনা অনুযায়ী আত্তীকরণ বিধিমালা প্রনয়ণ, সিনিয়র শিক্ষক পদে দ্রুত পদায়ন, এন্ট্রি পদে নবম গ্রেড প্রদান এবং যৌক্তিক পদ সোপান তৈরির জোর দাবি জানান তারা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

অঞ্চলিক কমিটির সভাপতি নাছিমা আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাশরুরুল হকের সঞ্চালনায় সভায় ময়মনসিংহ অঞ্চলের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার এবং সমিতির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শিক্ষক নেতারা, মুক্তিযুদ্ধের শহীদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। বক্তারা শিক্ষকদের প্রাপ্য টাইমস্কেল বা সিলেকশন গ্রেড প্রদান, প্রস্তাবনা অনুযায়ী আত্তীকরণ বিধিমালা প্রনয়ণ, সিনিয়র শিক্ষক পদে দ্রুত পদায়ন, মাধ্যমিকের কর্মকাণ্ডে গতি আনতে আলাদা অধিদপ্তর গঠন, এন্ট্রি পদে নবম গ্রেড প্রদান এবং যৌক্তিক পদ সোপান তৈরির জোর দাবি জানান।

সভাপতি নাছিমা আক্তার সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে হলে মাধ্যমিক শিক্ষার গুণগত পরিবর্তন আনতে শিক্ষানীতি ২০১০ এর আলোকে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রদানের দাবি জানান। পাশাপাশি শিক্ষকদেরকেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।