মোঃরফিকুল ইসলাম, নওড়াঁ জেলা সংবাদদাতা;   গত কয়েক দিনের বৃষ্টিতে নওগাঁ জেলার আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

গতকাল বুধবার (১৫ জুলাই) ভোরে পানির চাপ বেড়ে যাওয়ায় জেলার মান্দা উপজেলার আত্রাই নদীর নুরুল্লাবাদ নামক স্থানে বেড়িবাঁধ ভেঙে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ওই এলাকার ৪ শতাধিক পরিবার পানি বন্দী হয়ে পড়েছেন।এতে সাধাবন মানুষেরা সীমাহীর দুর্ভোগে পরেছেন।

বিষয়টি নিশ্চিত  নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খান গনমাধ্যমকে জানান, বেড়িবাঁধ ভেঙে যাওয়াতে ইতোমধ্যেই ওই উপজেলার ৪টি গ্রাম প্লাবিত হয়ে ৪ শতাধিক পরিবার পানি বন্দী হয়ে পড়েছেন। এছাড়া শত শত হেক্টর জমির ধান, পাটসহ সবজির মাঠ তলিয়ে গেছে। নিরুপায় হয়ে গরু-ছাগল নিয়ে সড়ক ও বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন পানিবন্দী মানুষরা।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, জেলার আত্রাই নদীর পানি বিপৎসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, ছোট যমুনার পানি এখনো ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর একটু পানি বাড়লে তা বিপৎসীমা অতিক্রম করবে।

বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খান আরও জানান, নুরুল্লাবাদ নামক স্থানে বেড়িবাঁধ ভাঙনের স্থল পরিদর্শন করা হয়েছে। এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতি নিরূপণের পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে মর্মে গনমাধ্যমকে জানিয়েছেন।

আমাদের বাণী ডট কম/১৬  জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।