কিশোরগঞ্জ সংবাদদাতা; জেলার ভৈরব বাসষ্ট্যান্ড জামে মসজিদের খতিব, আলোচিত বক্তা মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী ইন্তেকাল করেছেন।

আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২০)  বিকাল সাড়ে তিনটার দিকে তিনি ইন্তেকাল করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মাওলানা তোফাজ্জল হোসেন হার্টের রোগী ছিলেন। কয়েকদিন যাবত অসুস্থও ছিলেন। আজ বিকেলে স্ট্রোক করলে তাকে হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামে মায়ের পাশে তাকে দাফনের কথা রয়েছে। মৃত্যুর সময় তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়ে রেখে যান।

তোফাজ্জল হোসেন ভৈরবী সারা বাংলাদেশে ওয়াজ করতেন। এক সময় অনেক জনপ্রিয় ছিলেন। বিশেষ করে মা-বাবার ওয়াজ, কারবালার ওয়াজ ছিলো তার বিখ্যাত ওয়াজ। এই ওয়াজ করে তিনি গ্রাম বাংলার মানুষদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করেন। এবং যুবকদেরকে ওয়াজের প্রতি সেই সময়ই আসক্তি করে তোলেন।

আমাদের বাণী ডট কম/১১ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।