আলাল হোসেন রাফি, দক্ষিণ সুনামগঞ্জ  (সুনামগঞ্জ ) সংবাদদাতা; জেলার  দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের মধ্যে মুজিবকোট ও লাল সবুজ চাদর বিতরণ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

আজ শুক্রবার (২২ মে ২০২০) সকাল-১১ টায় পরিকল্পনা মন্ত্রীর হিজল বাসভবনে মুন্সী আরফান আলী বৈঠক খানায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের মধ্যে মুজিবকোট ও লাল সবুজ চাদর বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ এর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, দক্ষিণ সুনাগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, পুলিশ পরিদর্শক(তদন্ত) ইকবাল বাহার, উপজেলা সাবকে মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান,মুক্তিযোদ্ধা সফিকুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, মুজিববর্ষ উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ এবং শহীদ ও মৃত মুক্তিযোদ্ধাগণের জীবিত সহধর্মীনীগণকে সম্মান জানাতে জেলা প্রশাসক সুনামগঞ্জ, মোহাম্মদ আব্দুল আহাদ নিয়েছিলেন একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ। মুজিববর্ষের অব্যবহিত পূর্বেই জেলার সকল জীবিত মুক্তিযোদ্ধাগণের মাপ নিয়ে বুকের ডান পাশে জাতীয় মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর লোগো এবং বাম পাশে মুজিববর্ষের লোগো এমব্রয়ডারী করে খচিত মুজিবকোট তৈরির উদ্যোগ নেন তিনি। আমাদের মাঝে এখন আর নেই, কিন্তু যেসব মুক্তিযোদ্ধার স্ত্রীগণ জীবিত আছেন, তাদেরকে সম্মান প্রদর্শনের জন্য লাল সবুজের চাদর ও তৈরির উদ্যোগ নেন জেলা প্রশাসক। বর্তমানে মুজিববর্ষের প্রথম ইদ- ইদুল ফিতর উপলক্ষ্যে সকল মুজিবকোট ও চাদর বীর মুক্তিযোদ্ধাগণ এবং তাদের সহধর্মীনীগণকে পৌছে দেয়া হচ্ছে।

আমাদের বাণী ডট কম/২২ মে ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।