আমাদের বাণী ডেস্ক, ঢাকা; জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীকে চিরস্মরণীয় করে রাখতে “মুজিববর্ষেই এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান” একসাথে জাতীয়করণ ঘোষণা করতে হবে। দাবি আদায় মুজিব বর্ষেই এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান একসাথে জাতীয়করণ ঘোষণা আদায় করতে আগামী ০৯ মার্চ সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান লিয়াঁজো ফোরামের উদ্যোগে এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২০) বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান লিয়াঁজো ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি এবং বাশিসের মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্স গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে  এ কর্মসূচী ঘোষণা করেন।

মুজিববর্ষেই এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান একসাথে জাতীয়করণ ঘোষণার দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনের অবস্থান কর্মসূচীতে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষক নেতৃবৃন্দ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করবেন ।

বিবৃতিতে   তারা বলেন, শিক্ষক সমাজের বেতন বৈষম্য দূরীকরণে মুজিববর্ষেই এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান একসাথে জাতীয়করণ ঘোষণা করা না হলে শিক্ষাপ্রতিষ্ঠানে অবিরাম ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানা যায়।

বিবৃতিতে স্বাক্ষর করেন- বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ মহসনি আলী, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া, মো. লুৎফর রহমান, আবুল বাশার বাদশা, সিনিয়র যুগ্ম-মহাসচিব মোঃ আবুল হোসেন, অধ্যক্ষ মোস্তফা জামান রানা, প্রদীপ কুমার দেবনাথ, বাশিসের সহকারী মহাসচিব মোঃ ইকবাল হোসেন, মো. মাঈনুল হোসেন, সাংগঠনিক সচিব মোঃ আব্দুল হান্নান সরদার, মো. আব্বাস উদ্দিন, মোঃ মাসুদ রানা, অর্থ সচিব মোঃ শামসুল হক তরফদার, মহিলা বিষয়ক সচিব ইয়াসমিন বেগম, বাশিসের কেন্দ্রীয় নেতা এ বি ছিদ্দিক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ, লিয়াঁজো ফোরামের উপদেষ্টা মো. ফারুক খান, মোঃ ফিরুজ মিয়া, মো. জাকির হোসেন, ঊষা আলোসহ প্রমুখ।

উক্ত অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করবেন- বাংবাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মো. সাঈদুল হোসেন সাহেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- বাশিসের কেন্দ্রীয় মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্স।

আমাদের বাণী ডট কম/ ০৫ মার্চ ২০২০/পিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।