নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামন এর জন্ম শতবর্ষ উপলক্ষে  দেশের বেসরকারি স্কুল, কলেজ মাদ্রাসায় তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগের এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি চলতি মার্চ মাসেই।

আজ রবিবার (০১ মার্চ ২০২০) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মু. আ. আউয়াল হাওলাদার এ তথ্য জানিয়েছেন।

এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশের সাড়ে ১৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ৫৭ হাজারের বেশি শিক্ষক পদ শূন্য রয়েছে। আমরা চাইছি নিট অ্যান্ড ক্লিনভাবে গণবিজ্ঞপ্তি দিতে। এজন্য আবারো আগত শুন্যপদগুলো এমপিও/ননএমপিও নারী/পুরুষ যাচাই বাছাই করছি। মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বড় একটা গণবিজ্ঞপ্তি দিতে যাচ্ছি। মার্চেই এই গণবিজ্ঞপ্তি দেওয়া হবে।

পরপর কয়েক বার তথ্য সংশোধনের সময় দেওয়ার পর সবশেষ বেঁধে দেওয়া সময় শেষ হলেও বুধবার ফের নোটিশে কেন তথ্য সংশোধনের সময় দেওয়া হলো? জানতে চাইলে এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কোন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করার পরেও তার এমপিও হয়না শূন্যপদের ভুল তথ্যের কারণে। যা প্রার্থীদের মানসিকভাবে দুর্বল করে দেয়।

২য় ধাপে শিক্ষক নিয়োগ সুপারিশ পাওয়া কয়েকশ শিক্ষক এ জটিলতার কারণে এখনও এমপিওভুক্ত হতে পারেননি। পরবর্তী নিয়োগ সুপারিশ প্রক্রিয়ায় যাতে এ জটিলতার সৃষ্টি না হয় সে লক্ষ্যে শূন্যপদের তথ্য সংশোধনের সুযোগ দেয়া হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে। আগামী ৫ মার্চ পর্যন্ত জেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে শূন্যপদের তথ্য সংশোধনের সুযোগ দেয়া হবে। সর্বশেষ যাচাই শেষে অর্ধলক্ষাধিক শূন্যপদ থাকবে বলে আশা করা হচ্ছে

আমাদের বাণী ডট কম/০১ মার্চ ২০২০/পিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।