মুন্সীগঞ্জে সংবাদদাতা; জেলায় নতুন করে আরো ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৭৫৬ জনের করোনা শনাক্ত হলো। বৃহস্পতিবার নতুন আরো ২২ জন সুস্থ হয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৬। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। জেলায় মোট মারা গেছেন ৩৯ জন।

আজ  বৃহস্পতিবার (১৮ জুন ২০২০) জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার নতুন শনাক্ত ৯৫ জনের মধ্যে সদর উপজেলায় ৩১ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২৫ জন, লৌহজং উপজেলায় তিনজন, সিরাজদিখান উপজেলায় ১৮ জন, শ্রীনগর উপজেলায় ৫ জন, গজারিয়া উপজেলায় ১৩ জন করোনা শনাক্ত হয়েছে।

গত ১২, ১৫, ১৬ ও ১৭ তারিখের ৪৫২ রিপোর্ট এসেছে এর মধ্যে ৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আরো জানান, জেলায় ৮০৪৪টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এর মধ্যে রিপোর্ট এসেছে ৭৭৩৮টি।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৮   জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩৪৩  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৩হাজার ৮০৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২ হাজার ২৯২ জনে।‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯৭৫ জন। মোট সুস্থ হয়েছে ৪০ হাজার ১৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩১ জন এবং নারী ৭ জন। মৃত ব্যক্তিদের  মধ্যে  ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন,ময়মনসিংহ বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ২৪ জন এবং বাসায় ১৮ জন মারা গেছে

আমাদের বাণী ডট কম/১৮  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।