অনেকেই মনে করেন স্কুল শিক্ষকতায় সম্মান থাকলেও, কর্পোরেট দুনিয়ার মতো অর্থের মুখ দেখার কোনও আশা নেই। কিন্তু সেই নিরাশা দূর হচ্ছে কিছু স্কুলের প্রশংসনীয় পদক্ষেপে। বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল স্কুলগুলিতে শিক্ষকদের যে বেতন দেওয়া হচ্ছে তা নিঃসন্দেহে আকর্ষক।

হোয়াইটফিল্ড-সারজাপুর রোডের একটি ইন্টারন্যাশনাল স্কুলে ভারতীয় শিক্ষক-শিক্ষিকাদের বছরে সাড়ে সাত থেকে আঠারো লাখ টাকা বেতন দেওয়া হয়। এক্সপ্যাট প্রিন্সিপাল পান বছরে দেড় কোটি টাকা বেতন। বিদেশি শিক্ষকরা বছরে ৪২ থেকে ৬৩ লাখ টাকা পান। এছাড়াও তাদের জন্যে রয়েছে বিনামূল্যে থাকা, ওয়ান টাইম এয়ার ফেয়ার এবং সন্তানদের পড়াশোনার সুযোগও। হোয়াইটফিল্ডের আরও একটি আন্তর্জাতিক স্কুলে ভারতীয় এবং এক্সপ্যাট শিক্ষকদের গড় মাসিক বেতন ৯০ হাজার টাকার আসপাশে।

তবে শুধু ইন্টারন্যাশনাল স্কুলই নয়, বেঙ্গালুরুর একটি নামী পাবলিক স্কুলের চেন তাদের শিক্ষকদের নজরকাড়া বেতন দিয়ে থাকে। প্রাথমিক শিক্ষকদের বেতন ৬২ হাজার থেকে ১ লাখ ৭৫ হাজারের মধ্যে। প্রধান শিক্ষকের বেতন মাসে ১ লাখ ২৫ হাজার থেকে ২ লাখ ৫০ হাজারের মধ্যে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।