শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে সংসদে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে সংসদের অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ বিষয়ে কথা বলেন।

নিয়ে তিনি বলেন, আমাদের যারা শিক্ষক তারা অনেকদিন এমপিওভুক্ত হয়নি। এখন করে দিয়েছি। আড়াই হাজারেরও বেশি প্রতিষ্ঠান এমপিও পেয়েছে। বাকি অনেক স্কুলগুলোকে মানসম্মত শিক্ষার ব্যাপারে সচেতন করা হচ্ছে। ওরা যখন যোগ্যতা অর্জন করতে পারবে তাদেরও এমপিওভুক্ত হবে।

দেশের সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন নিয়েও সংসদে কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের বেতন যেভাবে আমরা বাড়িয়েছে তা আর কেউ বাড়ায়নি। আমরা আমাদের শ্রমিক থেকে শুরু করে অফিসার শিক্ষক সকলে বেতন বৃদ্ধি করেছি।

তিনি বলেন, প্রায় ৬৫ হাজার প্রাথমিক হেড মাস্টারকে ১১ গ্রেড দেওয়া হয়েছে। ৩ লাখ ৮২ হাজার সহকারী শিক্ষককে ১৩ তম গ্রেড উন্নীত করা হয়েছে। আর বেতনের পরিমাণ কিন্তু এখন অনেক বেশি। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হয়েছে। ট্রেনিং দিলে বেতন বাড়ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।