রংপুর সংবাদদাতা; জেলার  পীরগাছায় নিজের মাছের খামারে বিদ্যুতের লাইন দিতে গিয়ে স্পৃষ্ট হয়ে মারা গেছেন বাবা ও ছেলে। এঘটনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছেনে জামাতা।

আজ মঙ্গলবার (০২ জুন ২০২০) ভোর রাতে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

  • পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, তাদের বাড়ি তাম্ববুলপুর ইউনিয়নের পুর্ব পরান গ্রামে। সোমবার দিবাগত রাতে বাড়ির পাশে মাছের খামারে পাহারা দিতে যায় আজিজার রহমান (৬০) ও তার ছেলে পীরগাছা সরকারি কলেজের শিক্ষার্থী সুজন মিয়া (২৩)। বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে তারা ভোর রাতের কোনো এক সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান।

এদিকে রাত শেষে সকাল গাড়িয়ে দুপুর হতে চলছে কিন্তু স্বামী-সন্তান খামার থেকে বাড়ি না আসায় মঙ্গলবার বেলা ১১ টায় সুজনের মা কোহিনুর বেগম খামারে খোঁজ করতে যায়। কোহিনুর গিয়ে তাদের মৃত অবস্থায় পান। এ সময় তাদের লাশ উদ্ধার করতে গিয়ে জামাতা আমিনুল ইসলামও বিদ্যুৎ স্পৃষ্ট হন। তাকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

  • এ ঘটনায় সুজনের সহপাঠিসহ ওই এলাকায় তাদের আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের বাণী ডট কম/০২  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।