পবিত্র রমজান মাসে দেশের সকল ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচী পরিবর্তন করেছে বাংলাদেশে ব্যাংক। নির্ধারণ করা নতুন সময় অনুযায়ী রমজান মাসে ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

রোববার এক প্রজ্ঞাপনে নতুন এ সময়সূচীর কথা জানায় বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা সো ১টা ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

উল্লেখ্য, সাধারণত ব্যাংকের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।