নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ীঃ  মহামারী প্রাণঘাতী করোনায় ভাইরাসে জেলায় নতুন করে আরু ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৯০০ জনে। এবং মারা গেছেন মোট ২৪ জন। একই সাথে সুস্থ্য হয়ে উঠেছেন ২২২৮ জন।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এই তথ্য নিশ্চিত করেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ০৮ সেপ্টেম্বর পাঠানো ১১৭ টি নমুনা ফলাফলে নতুন করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৮ জন এবং হোম আইসোলেশনে আছে ৬৩০ জন।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ (১০ সেপ্টেম্বর) তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৮৯২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬৩৪ জনে। মোট শনাক্ত ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জনে দাঁড়িয়েছে।২৪ ঘণ্টায় ২ হাজার ৭৪৬ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন সুস্থ হয়ে উঠেছেন।

আমাদের বাণী ডট কম/১১ সেপ্টেম্বর ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।