আগামী ২২ জুন ২০১৯ জাতিয় ভিটামিন ”এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক,সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন,রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি সানাউল্লা মিয়া,সাধারণ সম্পাদক করিম ইসহাক সহ ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজুর রহমান সরকার।

উল্লেখ্য রাজবাড়ীতে স্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছে ৫টি, অস্থায়ী টিকাদান কেন্দ্র পৌরসভা সহ ১০৬৩টি,অতিরিক্ত কেন্দ্রের সংখ্যা ৬টি সর্বমোট কেন্দ্রের সংখ্যা ১০৭৪টি, এই সকল টিকাদান কেন্দ্র গুলো থেকে ২২ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১ বছরের ও ১ বছর থেকে ৫ বছরের সকল সুস্থ্য শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এবারে ৬ মাস থেকে ১ বছরের শিশুকে(১ লক্ষ আই ইউ) ১টি নীল ক্যাপসুল ও ১ থেকে ৫ বছরের শিশুকে (১ লক্ষ আই ইউ) ২টা নীল ক্যাপসুল একসাথে খাওয়ানো হবে। ইতিপূর্বে যেহেতু ১ থেকে ৫ বছরের শিশুদের ভিটামিন এ প্লাস (২ লক্ষ আই ইউ)লাল ক্যাপসুল খাওয়ানো হতো, সেখানে এবার (১ লক্ষ আই ইউ) ২ টি নীল ক্যাপসুল একসাথে খাওয়ানো হবে, এতে বিভ্রান্ত না হওয়ার জন্য রাজবাড়ী সিভিল সার্জন সকলের প্রতি আহবান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।