শেখ মামুন,রাজবাড়ী জেলা সংবাদদাতা; জেলার শিক্ষানবীশ আইনজীবী পরিষদের আয়োজনে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণদের গ্রেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত করণের দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন ২০২০)  রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী বার বিজ্ঞ সদস্য এ্যাড: শফিকুল হোসেন, রাজবাড়ী শিক্ষানবীশ আইনজীবী পরিষদের আহবায়ক মো. সাফিউল রেজা তপন, সদস্য সচিব মো. ফিরোজ উদ্দিন, সম্রাট খান, যুগ্ম আহবায়ক এমএম শাহরিয়ার জামান রাজিব, সদস্য মো. জিয়াউর রহমান, এনামুল হক লিটন, সোহাগুর রহমান জুয়েল, দলিল উদ্দিন সহ প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ বার কাউন্সিলের নিকট ২০১৭-২০২০ সালের প্রলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণদের পরীক্ষা সম্পাদন বিলম্বিত হওয়ায় করোনা কালীন পরিস্থিতিতে পরবর্তী পরীক্ষা বিলম্ব ও অনিশ্চিত হওয়ায় বিশেষ বিবেচনায় গ্রেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসাবে তালিকাভুক্তি করণের জোর দাবী জানিয়েছেন।

আমাদের বাণী ডট কম/৩০জুন ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।