রাজবাড়ী জেলার গোয়ালন্দে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়া সন্তানদেরকে উদ্ধার করতে গিয়ে দুই মায়ের করুন মৃ্ত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া নতুনপাড়া গ্রামের রেবেকা বেগম (২৮) ও দৌলতদিয়া ইউনিয়নের নতুনপাড়া গ্রামের স্বপ্না বেগম (৩০)।

এর মধ্যে স্বপ্না বেগমের মৃতদেহ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করতে সক্ষম হলেও রেবেকা বেগমের মরদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। তার মৃতদেহ উদ্ধারে এখনও অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে।

স্থানীয়র জানান, শুক্রবার গোসল করার সময় পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নদীর একটু দূরে চলে যায় দুই শিশু। তাদেরকে ফেরত আনতে গিয়ে ওই দুই শিশুর মা স্বপ্না বেগম এবং রেবেকা বেগম নদীতে নেমে স্রোতের টানে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্বপ্নার মৃতদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন। তবে রেবেকার মৃতদেহ এখনও উদ্ধার করা যায়নি।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহম্মদ আব্দুর রহমান জানান, “সন্ধ্যা ৬টার দিকে দুই নারী নিখোজের ঘটনায় ফায়াস সার্ভিসের উদ্ধারকর্মীরা সেখানে পৌছায় এবং স্থানীয়দের সহায়তায় নিহত স্বপ্নার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

এ ঘটনায় অন্য আরেক নারীকে উদ্ধার তৎপরতা চালানো হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা আপাতত স্থগিত রাখা হয়েছে। সকাল থেকে আবার উদ্ধার তৎপরতা শুরু হবে”।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।