নিজের হাতে রাষ্ট্রপতির স্কেচ একে তা আবার নিজেই রাষ্ট্রপতির হাতে তুলে দিয়ে রাষ্ট্রপতিকে চমকে দিলেন গোপালগঞ্জের শিক্ষার্থী সামিয়া রহমান লিসা।
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৯ এ জাতীয় পর্যায়ে আবৃত্তি বিষয়ে গ বিভাগে ১ম স্থান অধিকার করে রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেন সামিয়া। এ সময় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে নিজের হাতে আঁকা ‘রাষ্ট্রপতির স্কেচ’ উপহার দেয়ার অভিপ্রায় ব্যক্ত করেন লিসা। তাতে রাজিও হয়ে যান তিনি। লিসার হাত থেকে স্কেচ গ্রহণ করেন রাষ্ট্রপতি। লিসা গোপালগঞ্জের বীণাপাণি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

আবৃত্তি শিশু চিত্রাংকন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করে লিসা জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর হাত থেকে ৬ বার এবং রাষ্ট্রপতির হাত থেকে ৩ বার স্বর্ণপদক অর্জন করেন।

সামিয়া রহমান লিসার বাবা এম ওয়ালিয়ুর রহমান। তিনি গোপালগঞ্জ বক্ষব্যাধী ক্লিনিকের সহকারী প্রধান, মা রাজিয়া রহমান (গৃহিনী)। গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলা পাইকান্দি গ্রামে। বর্তমান পরিবারের সাথে পুরাতন হাসপাতাল কোয়ার্টারে থাকেন সামিয়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।