নীলফামারীর সৈয়দপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম টিটি (৮৭)। আজ রবিবার (০৫ জানুয়ারী ২০২০) সকালে শহরের কুন্দল মহল্লার নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে মারা যান (ইন্নালিল্লাহে…রাজেউন)। তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয় সৈয়দপুর সরকারি কলেজ মাঠে।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও প্রশাসনের উদ্যোগে কফিনে জাতীয় পতাকা আচ্ছাদিত করা হয়। বিউগল বাজিয়ে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার একরামুল হক, রাজনীতিক, সাংবাদিকসহ সকল শ্রেণীপেশার মানুষ মরহুমের জানাজায় অংশ নেয়।

মুক্তিযোদ্ধা আবুল কাশেম টিটি সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক সৈয়দপুর বার্তা পত্রিকার সম্পাদক আবু বিন আজাদের বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনী, আত্মীয় স্বজনসহ বহু গুণমুগ্ধ রেখে গেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।