বান্দরবানের রুমা উপজেলা থেকে ৬ জন নিরহ আদিবাসিকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্হানীয়রা জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার সামা খাল পাড়ায় ১০-১২ জনের একটি সশস্ত্র গ্রুপ সদর ইউপি চেয়ারম্যান শৈমং মার্মা শৈবং পাড়ায় আসছে কি না খোঁজ নেন। এসময় শৈমং মার্মা শৈবং কে না পেয়ে তারা পাড়ার স্হানীয় মং রি অং সহ ৬ জনকে অপহরণ করে নিয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্যদের নাম জানা সম্ভব হয় নি। ধারণা করা হচ্ছে, মগ লিবারেশন পার্টির(এমএলপি) সদস্যরা এই অপহরণের ঘটনা সংগঠিত করতে পারে।

এদিকে এই ঘটনার আতংকে এলাকা ছেড়ে পালিয়ে গেছে স্হানীয় আদিবাসীরা। ঘটনার পর পর অপহৃত দের  উদ্ধারে যৌথ অভিযানের প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে  যৌথ বাহিনী।

এই ব্যাপারে রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান  বলেন, সন্ত্রাসীরা ৬ জনকে নিয়ে গেছে,তাদের উদ্ধারে যৌথবাহিনি মাঠে নেমেছে।

তিনি আরও বলেন, কোন সশস্ত্র গ্রুপ অপহরণ করেছে এবং কাদের অপহরণ করা হয়েছে এই বিষয়টা আমরা এখনো সঠিক ভাবে জানতে পারিনি।

উল্লেখ্য গত ১৯ আগষ্ট রুমা উপাজেলা সদর থেকে তিন জীপ চালক কে অপহরণ করে।পরে যৌথ বাহিনীর তিন দিনের সাড়াঁশি   অভিযান পরিচালনা তাদের অক্ষত অবস্হায় উদ্ধার করা সম্ভব হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।