রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রোটার‌্যাক্ট শিক্ষাসফর-২০১৯ সম্পন্ন। শুক্রবার ২০শে সেপ্টেম্বর সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা করে নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি প্রাচীন ও আধুনিক স্থাপত্যশৈলীর অনুপম নিদর্শন সোনারগাঁওয়ে।

তারা নারায়নগঞ্জের ৩টি স্পট সোনারগাঁও, ঐতিহাসিক পানাম নগর ও বাংলার তাজমহল ঘুরে দেখেন তারা।

উক্ত শিক্ষাসফরে উপস্থিত ছিলেন রোটার‌্যাক্ট ফয়সাল আহমেদসহ ক্লাবের চার্টার প্রেসিডেন্ট আহসান হাবীব, আইপি রোটার‌্যাক্ট আসাদুজ্জামান রুবেল, রোটার‌্যাক্ট ক্লাব অব গোমতির সভাপতি রোটার‌্যাক্ট সজীব প্রমুখ।

ক্লাবের সভাপতি রোটারেক্টর ফয়সাল আহমেদ বলেন,”রোটার‌্যাক্টদের মধ্যে পারস্পারিক সম্পর্ক জোরদার করণে প্রতি বছর এ রকম ট্যুরের আয়োজন করে থাকে রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়।”

শিক্ষাসফরে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে উক্ত ট্যুরের প্রোগ্রামে চেয়ারম্যান অর্থনীতি ১০ম ব্যাচের শিক্ষার্থী রোটার‌্যাক্ট জোবায়ের হোসেন বলেন, ” সবধরনের সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে একটি সফল ট্যুর আয়োজন করতে পারাটাই ছিলো প্রধান চ্যালেঞ্জ সেইদিক থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাব সফল।”

উল্লেখ্য ২০১৪ সাল থেকে রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচী,ভর্তি পরীক্ষায় সহায়তায় কেন্দ্র স্থাপন, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান প্রভৃতি করে আসছে।উক্ত ক্লাবের প্রতিমাসে দুইটি সাধারন সভা অনুষ্ঠিত হয়।সাধারণ সভায় অংশগ্রণ করে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত যেকোন শিক্ষার্থী সদস্য হতে পারেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।