লক্ষ্মীপুর সংবাদদাতা; জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে লক্ষ্মীপুর জেলায় মোট আক্রান্ত ৪৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৯১ জন।

আজ সোমবার (১৫ জুন ২০২০)  সকালে সিভিল সার্জন ডা. আবদুল গাফফার এ তথ্য জানান।

  • সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ফলাফলে ২২ জন করোনা আক্রান্তের খবর আমাদের কাছে এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৩৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ২০৮ জন, রামগঞ্জে ৮০ জন, রামগতিতে ৩২ জন, কমলনগরে ৬৬ জন ও রায়পুর উপজেলায় ৫৩ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫২ জন। এর মধ্যে রামগঞ্জে ৫ জন, সদর হাসপাতালে ২৫, কমলনগরে ১০, রায়পুরায় ১১, রামগতিতে একজন। হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন- ১৮৮ জন (সদর- ১০২, রামগতি- ১৬, রায়পুর- ০৪, রামগঞ্জ- ২৮, কমলনগর- ৩৬)। সুস্থতার ছাড়পত্র প্রাপ্ত মোট- ১৯১ জন (কমলনগর- ১৯, রামগতি- ১৩, রামগঞ্জ- ৪৪, সদর- ৭৮, রায়পুর- ৩৭)।

  • এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ৮ জন মারা যায়। তাদের মৃত্যুর পর নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা সংক্রমণ ধরা পড়ে।

জেলায় আক্রান্ত বেড়ে যাওয়ার বিষয়ে সিভিল সার্জন আরও জানান, ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত মানুষ লক্ষ্মীপুরে প্রবেশ করছে। অনেকে করোনা

  • উপসর্গ নিয়ে প্রবেশ করার কারণে দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। এছাড়া জেলায় সামাজিক দৃরত্ব ও স্বাস্থ্য বিধি না মেনে জনসাধারণ অবাধে চলাচলের কারণে করোনা সংক্রমণের হার বাড়ছে। সকলকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানানো হলো।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৪ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১১৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  হাজার ১৪১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭  হাজার ৫২০জনে। গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৬ হাজার ৬৩৮টি আর আজ পরীক্ষা করা হয়েছে ১৪৫০৫ টি। নমুনা পরীক্ষা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৮ হাজার ৩৩১ জন।

আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।