রাজনৈতিক লেজুড়বৃত্তির কারণে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক আইজিপি ও মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম।

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে নড়িয়া উপজেলার মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শহীদুল হক বলেন, মাতা-পিতার পরই শিক্ষকদের মর্যাদা। শিক্ষকদের মর্যাদা সবার উপরে। বর্তমানে দেখা যাচ্ছে, শিক্ষক সমাজ তাদের মান-মর্যাদা ধরে রাখতে পারছে না। রাজনৈতিক লেজুড়বৃত্তির কারণে আজকে নিজেরাই তাদের মান-মর্যাদা নষ্ট করছেন।

কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক বেপারী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক রুদ্রবার্তার সম্পাদক শহীদুল ইসলাম পাইলট, অভিভাবক জলিল সরদার, একাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈমুর রহমান, নবম শ্রেণির শিক্ষার্থী রনি সরদার, অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান শিলা, সপ্তম শ্রেণির শিক্ষার্থী অর্ণব, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রেজওয়ান প্রমুখ।

অনুষ্ঠানে পাবলিক পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের ৩৮০ শিক্ষার্থীর হাতে উপবৃত্তির টাকা তুলে দেন একেএম শহীদুল হক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।