শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, দেশের কারিগরি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ জোরদার করতে উন্নত দেশ থেকে প্রশিক্ষক আনার উদ্যোগ নেয়া হবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সচিবালয়ে আইএলও কান্ট্রি ডিরেক্টর তোমো পতিয়াইনেন এর সাথে বৈঠকের পর তিনি একথা জানান।

শিক্ষা উপমন্ত্রী বলেন, দেশে কারিগরি শিক্ষা নিয়ে যেসব উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থা কাজ করছে তাদের সবার কর্মকাণ্ড সমন্বিত করতে পারলে এই খাতের অগ্রাধিকার পাওয়া কর্মসূচি বাস্তবায়ন অনেক সহজ হবে। অর্থনীতিসহ আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। যুগের চাহিদা বিবেচনায় নিয়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নতুন ট্রেড কোর্স চালু করা হবে।

বৈঠকে আইএলও প্রতিনিধি দল বাংলাদেশের বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষাখাতে ব্যাপকভাবে অবদান রাখার আগ্রহ প্রকাশ করেন। তারা বলেন, বৈশ্বিক বাজারে যে বিপুল সংখ্যক দক্ষতা নির্ভর কর্মীর চাহিদা রয়েছে তা কাজে লাগাতে পারলে বাংলাদেশের অর্থনীতিসহ আর্থসামাজিক উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। এক্ষেত্রে কারিগরি শিক্ষা হতে পারে একটি অন্যতম হাতিয়ার। এসময় তারা জানান, বাংলাদেশের কারিগরি শিক্ষার শিক্ষাক্রম উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে পররামর্শক হিসেবে কাজ করতে প্রস্তুত আইএলও।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।