আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাঃ মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সর্বত্র শান্তির জন্য ঝুঁকি বাড়াচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আন্তর্জাতিক শান্তি দিবসের ৩৯তম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জাতিসংঘের পিস বেল অনুষ্ঠানে তিনি এ সতর্কতা দেন।

আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘এটি সংঘাত-কবলিত মানুষের জন্য এক বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই আমি বিশ্বব্যাপী যুদ্ধবিরতির জন্য তাৎক্ষণিক আবেদন জানিয়েছি।’
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘শান্তি কখনোই প্রদত্ত হয় না, এটি একটি আকাঙ্ক্ষা, যা কেবল আমাদের সংকল্পের মতো দৃঢ় এবং আমাদের প্রত্যাশার মতো টেকসই। শান্তিপূর্ণ, স্থিতিশীল সমাজ গঠনে কয়েক দশক এমনকি শতাব্দী সময় লাগতে পারে। তবে বেপরোয়া, বিভাজনমূলক নীতি-পদ্ধতির মাধ্যমে তাৎক্ষণিকভাবেই শান্তি বিঘ্নিত হতে পারে।

আমাদের বাণী ডট কম/১৯ সেপ্টেম্বর ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।