মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড  সংবাদদাতা; জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের কালুশাহ মাজার ফকিরহাটে এলাকায় করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে গোল বৃত্ত দিয়ে সচেতন করেছেন এলাকাবাসী।

গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২০) বিকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের কালুশাহ মাজার ফকিরহাটে এলাকায় বাজার করতে আসা সাধারণ মানুষদের কি ভাবে সামাজিক দুরত্ব বজায় রাখবেন। সেই ব্যাপারে সাধারণ মানুষদের সচেতন করেছেন স্থানীয় এলাকাবাসী। তবে এতে কাউকে আতঙ্কিত করা জন্য না।সচেতন করা জন্য এই উদ্যোগ নিয়েছে।

আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান, ওষুধের দোকানে লাইনে ক্রেতাদের নিয়ম মেনে দাঁড়ানোর ব্যাপারে নির্দেশিকা দেওয়া হয়েছে। তাই বিভিন্ন দোকানের সামনে সাদা রঙ দিয়ে ৩ ফুট দুরাত্ত রেখে দাঁড়ানোর জায়গা গোল বৃত্ত দিয়ে চিহ্ন করে দেওয়া হয়েছে।

কালুশাহ মাজার ফকিরহাটে এলাকার  আশরাফুরজামান রনি বলেন,আমরা নিজেরা নিজেদের সচেতন করতে এই ধরনের উদ্যোগ নিয়েছি।যেন করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে না পারে।এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সকলের মেনে চলা দরকার।

আমাদের বাণী ডট কম/২৭ মার্চ ২০২০/ডিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।