জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশনের চট্টগ্রাম উত্তর বন বিভাগ, চোরাই সেগুন কাঠসহ একটি মিনিকভার্ড ভ্যান আটক করা হয়েছে।

আজ বুধবার (২২ জানুয়ারী ২০২০) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বিট-কাম-চেকষ্টেশনের বন কর্মকতারা গোপন সংবাদ পেয়ে কভার্ডভ্যানটি আটকানোর চেষ্টা করেন। পরে গাড়ির চালক সংকেত অমান্য করে ঢাকার অভিমুখে দ্রুত গতিতে চলে যায় (ঢাকা মেট্রো ন ১৭-৫১৫৯)কভার্ডভ্যানটির চালক।

এক পর্যায়ে বন কর্মকর্তারা কভ্যার্ড ভ্যানের পিছনে ধাওয়া করে মিরসরাই এলাকা থেকে কাঠ সহ কভার্ডভ্যানটি আটক করে মাদাম বিবির হাট ফরেস্ট অফিসে নিয়ে আসে বলে জানা যায়।

এই বিষয়ে বন আইনে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলে জানান, ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ (ফরেস্টার)।

তিনি আরো বলেন,উদ্ধারকৃত চোরাই কাঠ গুলোর অনুমানিক মূল্য ৪ লক্ষ টাকার সেগুন কাঠ ছিল বলে জানান বন কর্মকতারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।