মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্রগ্রাম) সংবাদদাতা; জেলার সীতাকুণ্ডে আরও একজনের শরীরে কেভিড ১৯ পাওয়া গেছে।  এ নিয়ে উপজেলাটিতে করোনা শনাক্তের সংখা দাঁড়ালো ১৩ জনে। এদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আজ শনিবার (0৯ মে ২০২০) চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বৃহস্পতিবার ২৫টি নমুনা পরীক্ষা করার পর ৭টি নমুনা পজেটিভ এসেছে।এদের মধ্যে সীতাকুণ্ডের এক জনের পজেটিভ ধরা পড়েন।

এই বিষয়টি নিশ্চিত করেছেন, চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবির।

আক্রান্তর ব্যক্তির বাড়ি সীতাকুণ্ডে উপজেলার পূর্ব লালা নগর এলাকার বাসিন্দা। তিনি কাঁচা মালের ব্যবসায় করেন (৩৫) পিতা মোঃ জাহাঙ্গীর। বর্তমান এই কাঁচা মালের ব্যবসায়ী নিজ ঘরে আছেন। ঐ আক্রান্তর ব্যক্তি গত ৩ এপ্রিল নমুনা দিয়ে আসলে আজ ৯ মে পরিক্ষার রেজাল্ট পজিটিভ আসে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, সীতাকুণ্ড মডেল থানার ইনচার্জ জনাব ফিরোজ মোল্লা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আক্রান্ত ব্যক্তির বাড়ি লক ডাউন করার পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানা যায়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেসের কর্মকর্তা ডাক্তার নুরউদ্দিন রাশেদ এই বিষয়টি নিশ্চিত করেন।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৪৬৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ১৬ হাজার ৯১৯টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৬৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৭০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও আটজন। এদের সবাই পুরুষ। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২১৪-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩১৩ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৪১৪ জন।

আমাদের বাণী ডট/০৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।