চট্টগ্রামের সীতাকুন্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন। শনিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার শ্রমিকরা হলেন নীলফামারী জেলার ডোমার থানার দিগন্তপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২২) ও সীতাকুন্ডের বাড়বকুড় ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ মাসুদ (২০)। আহত শ্রমিকের নাম মারজান। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, সীতাকুন্ড উপজেলাধীন কুমিরা সাগর পাড়ে অবস্থিত মোঃ মহসিনের মালিকানাধীন ওডব্লিউডব্লিউ নামক শিপব্রেকিং ইয়ার্ডে আমদানিতকৃত একটি স্ক্র্যাপ জাহাজে কাটিংয়ের কাজ করছিলেন কিছু শ্রমিক। এর মধ্যে কয়েকজন শ্রমিক বিকাল ৫টার দিকে তেলের ট্যাঙ্কিতে প্রবেশ করে তেল নিস্কাশনের সময় সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে রাত ৯টায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত অফিসার এএসআই মোঃ আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিপব্রেকিং ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হওয়া দুই শ্রমিককে রাত ৯টার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।