রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা; বসতবাড়ির সামনে থাকা খালের তীরে খেলতে গিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জে খালের পানিতে ডুবেই আপন দুই বোনের সলিল সমাধী ঘটেছে।নিহতরা হলেন, উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতা আমপাড়া গ্রামের সুরুজ আলীর শিশু কন্যা রহিমা আক্তার ও অপর শিশু কন্যা মুসলিমা আক্তার (৩)।

রবিবার রাতে জামালগঞ্জ থানার ওসি সাইফুল আলম দুই শিশু কন্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এরপুর্বে রবিবার দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতা আমপাড়া গ্রাম সংলগ্ন খালে দুই সহোদর বোনের অকাল মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

থানা পুলিশ ও গ্রামবাসী জানান, উপজেলার কলকতা আমপাড়া গ্রামের সুরুজ আলী দুই শিশু কন্যা রহিমা ও মুসলিমা নিজ বাড়ির সামনে খালে তীরে বসে খেলা করছিলেন রবিবার দুপুরের দিকে।পরিবারের সবার অলক্ষে দুই শিশু কন্যা খালের পানিতে ডুবে যান। পরিবার,স্বজন ও প্রতিবেশীরা খোঁজাখুজি করে তাদের সন্ধান না পেয়ে পরবর্তীতে জাল ফেলে তল্লাশী চালিয়ে ওই খাল হতে দুপুরের পর ওই দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেন।

আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।