বাগেরহাট সংবাদদাতা;  সুন্দরবনে একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের আন্ধারমানিক ফরেস্ট ক্যাম্পের অদূরে বাঘটির মৃতদেহ পাওয়া যায় বলে পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বশিরুল আল মামুন জানান।

গত শুক্রবার বাঘটির মরদেহ উদ্ধার করা হলেও বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে গতকাল রবিবার (১২ জুলাই) রাতে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি একই রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ি সংলগ্ন কবরখালি খালের চরে একটি মৃত বাঘ পাওয়া যায়। এছাড়া গত বছরের ২০ অগাস্ট শরণখোলা রেঞ্জের ছাপড়াখালীতে একটি মৃত বাঘ উদ্ধার করা হয়।

বনবিভাগ জানায়, এটি একটি মেয়ে বাঘ। এটির উচ্চতা তিন ফুট এবং দৈর্ঘ্য লেজসহ সাত ফুট। বয়স হবে ১৪ থেকে ১৫ বছর। মৃত বাঘটির পেছনের বাম পা এবং সামনের ডান পায়ে ক্ষত রয়েছে। মৃত্যুর কারণ জানতে প্রাণিসম্পদ বিভাগ বাঘটির শরীরের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা পাঠিয়েছে।

আমাদের বাণী ডট কম/১৩ জুলাই  ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।