আলমগীর হোসেন প্লাবন। সোনারগাঁ, (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার সোনারগাঁয়ে নতুন আরো ৫ জনের দোহে করোনা শনাক্ত হয়েছে । তাদের মধ্যে ৪ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও ১ জন মহিলা রয়েছে । এনিয়ে সোনারগাঁয়ে ৩৩৪জন করোনায় আক্রান্ত হয়েছে। সোনারগাঁয়ে করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।সুস্থ হয়েছেন ১৪৭ জন।

আজ  শনিবার (১৩ জুন ২০২০) দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি  জানান, গত ২৪ ঘন্টায় ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ৫ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক পুরুষ ও মহিলা রয়েছে।

তারা হলেন সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ গ্রামে ১জন পুরুষ, পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর গ্রামে ১জন পুরুষ, মোগরাপাড়া ইউনিয়নের নাল আলাবদি গ্রামে ১জন পুরুষ, সাদিপুর ইউনিয়নের খিদিরপুর গ্রামে ১জন মহিলা ও কাঁচপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে১জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৩ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪  জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১০১৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২  হাজার ৮৫৬ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জনে। নতুন করে ৫৭৮ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৭ জন। ৫৯টি ল্যাবে মোট ১৪ হাজার ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৬৩৮টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৯০৭টি। শনাক্তের হার ২১.১৩। করোনায় নতুন যে ৪৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ১১ জন। ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন এবং চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন মারা গেছেন।

আমাদের বাণী ডট কম/১৩ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।