আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) জেলা সংবাদদাতা; জেলার  সোনারগাঁ উপজেলার সোনারগাঁ ফাউন্ডেশনের উদ্যোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০১৯ এর ফল প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২০) এ ফল প্রকাশ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত ফলাফল সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসারের নিকট ফাউন্ডেশনের চেয়ারম্যান আক্তার হোসেন হস্তান্তর করেন। এরপর  ফল সংক্রান্ত তথ্যশীট ফাউন্ডেশনের নিজস্ব ফেইজবুক পেইজ “সোনারগাঁ ফাউন্ডেশন” এ প্রকাশ করা হয়।

মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতি সরকারি বিদ্যায়তন কেন্দ্রে গত ২০১৯ সালের ১২-১৩ অক্টোবরে সোনারগাঁ ফাউন্ডেশনের উদ্যোগে জুনিয়র বৃত্তি পরীক্ষায় উপজেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৮৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এতে ৩০ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে ২২ জন বৃত্তি পেয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল, সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

এছাড়াও পরীক্ষা পরিচালনায় সাবির্ক সহযোগিতা করেন সিনিয়র শিক্ষক মোগারপাাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হিমাংশু কুমার মজুমদার, ফাউন্ডেশন সংশ্লিষ্ট রাশেদুল ইসলাম, মিজানুর রহমান, খায়রুল আলম, সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার আমিনুল, মনির, শাকিল খান, আশিকুল ইসলাম, শাকিল সাইফুল্লা, ইয়াছিন, সাইফুর রহমান আহসানী ও এলাচি আক্তারসহ অন্যান্যরা।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে ফলাফল প্রকাশ করতে বিলম্ব হলেও এ ফল শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিগত বছরের মতো আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।

আমাদের বাণী ডট কম/১১ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।