ডেস্ক রিপোর্ট, ঢাকা;  বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আটকা পড়া ৪১২ বাংলাদেশি দাম্মাম থেকে ঢাকায় ফিরেছেন।

আজ শনিবার (১১ জুলাই ২০২০) রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় এসে পৌঁছেন।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরানো হচ্ছে।

বর্তমানে বাংলাদেশ থেকে লন্ডন ও চীনে সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল করছে। এছাড়া ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। আর আগামী ১৩ ও ১৪ জুলাই থেকে আবারও দুবাই এবং আবুধাবিতে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হবে।

আমাদের বাণী ডট কম/১১  জুলাই  ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।