যশোরের অভয়নগর উপজেলার একতারপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতির বিরুদ্ধে ওই স্কুলের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) এ ঘটনা ঘটে।

বিদ্যালয়সূত্রে জানা গেছে, ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে বিদ্যালয়ের নোটিশ বোর্ডে চূড়ান্ত ভোটার তালিকা না টানানোর অপরাধে প্রধান শিক্ষক সচ্চিদানন্দ অধিকারীকে বিদ্যালয়টির সাবেক সভাপতি ফারাজী নজরুল ইসলামের নেতৃত্বে ৪/৫ জন লোক লাঞ্ছিত করে। এ সময় প্রধান শিক্ষককে তাঁর কার্যালয়ে একঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নির্দেশে তাঁকে মুক্ত করা হয়।

প্রধান শিক্ষক সচ্চিদানন্দ অধিকারী  জানান, বর্তমানে বিদ্যালয়ে অ্যাডহক কমিটি রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় অ্যাডহক কমিটির সভাপতির স্বাক্ষর না হওয়ায় নোটিশ বোর্ডে সেটা টাঙ্গানো হয়নি।

এ ব্যাপারে অ্যাডহক কমিটির সভাপতি ফারাজী মাসুদুর রহমান টিটো  বলেন, গত বৃহস্পতিবার প্রধান শিক্ষকের কার্যালয়ে প্রবেশ করে ফারাজী নজরুল ইসলামের নেতৃত্বে ৪-৫ জন লোক সব শিক্ষকের উপস্থিতিতে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনাটি খুবই দুঃখজনক। শনিবার (২০ জুলাই) সকালেও বিদ্যালয়ে গিয়ে একই ধরনের ঘটনা ঘটায় ওই মহলটি। যা অত্যন্ত বেদনাদায়ক। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।